প্রথম দৃষ্টিহীন এশীয় হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় উঠেছেন চীনা পর্বতারোহী ঝ্যাং হং। শুধু তাই নয়, ৪৬ বছর বয়সী ঝ্যাং বিশ্বের তৃতীয় দৃষ্টিহীন ব্যক্তি যিনি এভারেস্ট জয় করলেন। এভারেস্টের নেপালের দিক থেকে সামিটে অংশ নেন তিনি।
এভারেস্ট জয় প্রসঙ্গে ঝ্যাং বলেন, ‘আপনি শারীরিকভাবে অক্ষম হোন অথবা স্বাভাবিক হোন, আপনার চোখের দৃষ্টি হারিয়ে যাক অথবা কোনো হাত বা পা না থাকুক, এটা কোনো বিষয় না যতক্ষণ পর্যন্ত আপনার একটি দৃঢ় মন রয়েছে, আপনি সবসময় একটি কাজ সম্পন্ন করতে পারবেন যেটা অন্য লোকজন বলবে আপনি পারবেন না।’
২৪ মে ঝ্যাং ৮ হাজার ৮৪৯ মিটার উঁচু হিমালয়ের এই শৃঙ্গ জয় করেন। তার সঙ্গে তিনজন দক্ষ গাইড ছিলেন। বৃহস্পতিবার তিনি বেইজ ক্যাম্পে ফিরে আসেন।
ঝ্যাং হংয়ের জন্ম চীনের দক্ষিণাঞ্চলের শহর চংকিংয়ে। গ্লুকোমার কারণে ২১ বছর বয়সে তিনি দৃষ্টিশক্তি হারান।
মার্কিন পর্বতারোহী এরিক ওয়েইহেনমায়েরের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন ঝ্যাং। দৃষ্টিহীন পর্বতারোহী এরিক ২০০১ সালে এভারেস্ট জয় করেছিলেন। ঝ্যাং তার বন্ধু ও পর্বতারোহী গাইড কিয়াং জি’র কাছে প্রশিক্ষণ নেন।
ঝ্যাং বলেন, ‘আমি এখনও অনেক ভয় পাচ্ছিলাম, কারণ আমি দেখতে পাচ্ছিলাম না আমি কোথায় হাঁটছি। আমি আমার মধ্যাকর্ষণের কেন্দ্র খুঁজে পেতাম না তাই মাঝে মাঝে পড়ে যেতাম।’
তিনি বলেন, ‘কিন্তু আমি ভাবতাম যে এটি কঠিন হলেও, আমাকে অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হলেও, এটি পর্বতারোহণের অন্যতম এক বৈশিষ্ট। সেখানে প্রতিবন্ধকতা এবং বিপদ থাকবে, এটাই পর্বতারোহণের মানে।’
গত বছর করোনাভাইরাসের কারণে এভারেস্টে আরোহণ বন্ধ করে দিয়েছিল নেপাল। এ বছরের এপ্রিলে তা আবার চালু করা হয়েছে।
সূত্র : রয়টার্স
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com