প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই ফিরছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, ‘তামিম আগের চেয়ে এখন অনেক ভালো।
আশা করছি সে প্রথম ম্যাচেই খেলবে। আমার সাথে ফিজিওর কথা হয়েছে। সে বলেছে আমরা ৮০ ভাগ নিশ্চিত যে তামিম খেলবে। সে আজ অনুশীলন করছে। ’
এর আগে দ. আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে বাঁ পায়ের পেশিতে ‘গ্রেড ওয়ান টিয়ার’ নিয়ে পচেফস্ট্রুমে সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমে ফিল্ডিং করার সময় আবার সেই ক্ষতে তামিম চোট পেলে ফিজিও বলেছিলেন, ‘এ ধরণের ইনজুরি পুরোপুরি কাটিয়ে উঠতে কমপক্ষে ৪ সপ্তাহ সময় লাগে। ’
ইনজুরির পর সময় অতিবাহিত হয়েছে এক সপ্তাহের কিছু বেশি। এর মধ্যেই তামিম খেলার জন্য ফিট! নিঃসন্দেহে বিয়টি মাশরাফির জন্য সুখবার। সুখবর টাইগার সমর্থকদের জন্যও।