প্রথমার্ধে গোল পেলো না মিসর-উরুগুয়ে

লেখক:
প্রকাশ: ৬ years ago

খেলায় গতি ছিল না, এমন নয়। কিন্তু একাতেরিনবার্গে প্রথমার্ধে গোলের দেখা পেল না মিসর-উরুগুয়ের মধ্যে কোনো দলই। ফলে ০-০ স্কোরলাইন নিয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নামবে তারা।

শুরু থেকে প্রায় সমানে সমান লড়েছে দুই দল। অষ্টম মিনিটে বক্সের বাইরে থেকে এডিনসন কাভানির দুর্বল শট সহজেই ধরে ফেলেন মিসর গোলরক্ষক এল শেনাউই। এর তিন মিনিটের মাথায় সুযোগ মিস করে মিসর। বক্সের মধ্যে বল পেয়ে বুক দিয়ে রিসিভ করে পায়ে নিলেও ঠিকমতো লাগাতে পারেননি ত্রেজিগেত।

২৩তম মিনিটে বক্সের একটু বাইরে থেকে কাভানির বাঁ পায়ের জোড়ালো শট মিসরের ডিফেন্ডার আলী গাবরের গায়ে লাগে। এরপরই কর্ণারে সবচেয়ে বড় সুযোগটি পায় উরুগুয়ে। কিন্তু লুইস সুয়ারেজ সুযোগ কাজে লাগাতে পারেননি। তার শটে জালের বাইরে লেগে বল চলে যায় বাইরে।

৩২ মিনিটে তারেক হামিদ ফাউল করেন ডি অ্যারাসকায়েতাকে, বক্সের একটু বাইরে ফ্রি-কিক পায় উরুগুয়ে। এবারও শট নিয়ে মিসরের মিসরের রক্ষণ দেয়াল ভাঙতে পারেননি সুয়ারেজ। এরপর বেশ কয়েকটি আক্রমণ শানানোর চেষ্টা করেছে লা সেলেস্তেরা, শেষ মুহূর্তে এসে দুই একটি সুযোগ তৈরি করেছিল মিসরও। কিন্তু প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল।