ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাকুল প্রীত সিং। তার অভিনীত ‘থ্যাঙ্ক গড’ সিনেমা ২৫ অক্টোবর মুক্তি পেয়েছে। সিনেমাটিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন রাকুল। ইন্দ্র কুমার পরিচালিত এ সিনেমা দেখে প্রশংসা করেছেন রাকুলের বাবা-মা।
ভারতীয় সংবাদসংস্থা এএনআইকে রাকুল প্রীত সিং বলেন—‘প্রথমবার আমার বাবা-মা আমার কোনো সিনেমা দেখলেন। সিনেমাটি দেখে তারা আমাকে ফোন করেছিলেন। বাবা বলেছেন, এটি আমার সেরা সিনেমা। আমার বাবা মনে করেন, বর্তমান প্রজন্ম সিনেমাটি পছন্দ করবেন এবং তাদের পরিবারও এটি গ্রহণ করবেন। কারণ ভারতীয় পরিবার ও সংস্কৃতির বাস্তব চিত্র এটি। আমার কাছ থেকে পরিচালকের নাম্বার নিয়ে ফোন করে তাকেও ধন্যবাদ দিয়েছেন বাবা।’
বাবা-মায়ের সঙ্গে রাকুল
প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের প্রতিক্রিয়া দেখেছেন রাকুল। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘প্রেক্ষাগৃহে গিয়ে আমি বিস্মিত হয়েছি। দর্শকের ভালোবাসা আমাদের আবেগতাড়িত করেছে। প্রেক্ষাগৃহে দর্শকরা আমাদের পাবেন তা প্রত্যাশা করেন নাই। দর্শকরা তাদের ভালো লাগার কথা আমাদের জানিয়েছে। এ পরিস্থিতিতে শুধু বলতে চাই, ঈশ্বর তোমাকে ধন্যবাদ।’
রাকুল ছাড়াও হিন্দি ভাষার এ সিনেমায় আরো অভিনয় করেছেন অজয় দেবগন, সিদ্ধার্থ মালহোত্রা, নোরা ফাতেহি প্রমুখ।
বর্তমানে রাকুলের হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে হিন্দি ভাষার ‘ছত্রিওয়ালি’, ‘মেরি পত্নী কা রিমেক’ ও তামিল ভাষার ‘আয়ালাম’ সিনেমার শুটিং শেষ করেছেন। তা ছাড়াও তামিল ভাষার ‘৩১ অক্টোবর লেডিস নাইট’ ও ‘ইন্ডিয়ান ২’ সিনেমার কাজ এ অভিনেত্রীর হাতে রয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com