প্রথমবারের মতো প্রকাশ্য সড়কে হ্যালোউইন উৎসব উদযাপিত হয়েছে সৌদি আরবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে উৎসবে অংশগ্রহণকারীদের রাজধানী রিয়াদের সড়কে ভীতিকর পোশাক পরে ঘুরতে দেখা গেছে।
গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত হ্যালোউইন উৎসব পালিত হয়েছে অনেক দেশে। পশ্চিমা সংস্কৃতি বলে কয়েক বছর আগ পর্যন্ত সৌদি আরবে হ্যালোইন নিষিদ্ধ ছিল। তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ প্রকল্পের অধীনে এটি উদযাপনের অনুমতি দেওয়া হয়েছে।
২০১৮ সালে সৌদি পুলিশ একটি হ্যালোউইন পার্টিতে অভিযান চালিয়ে ভুতুড়ে পোশাক পরিহিত কয়েক ডজন লোককে গ্রেপ্তার করেছিল। কিন্তু এবারই প্রথম অদ্ভুত পোশাক পরা লোকজন রিয়াদের রাস্তায় নেমেছে। তারা দানব, ডাইনি, ব্যাংক ডাকাত এমনকি ফরাসি দাসীর মতো পোশাক পরেছিল।
ইয়াহিয়া আল-হাজ্জাজি নামে এক স্থানীয় এর সমালোচনা করে বলেছেন, ‘যদি আমরা অতীতের কথা বলতে যাই, তাহলে এটি আমাদের প্রথা ও ঐতিহ্যের অংশ নয়।’
আব্দুল আজিজ খালেদ নামের এক শিক্ষার্থী বলেছেন, ‘সৌদি পরিবর্তন হচ্ছে।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com