প্রত্যেক পুলিশ সদস্যকে জনবান্ধব ও আধুনিক মানসিকতার অধিকারী হতে হবে–উপপুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম।

:
: ৪ years ago

আজ ১৯ জানুয়ারী বুধবার সকাল ১০:৩০ ঘটিকায় উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিএমপি  মো খাইরুল আলম  এয়ারপোর্ট থানা প্রাঙ্গনে এয়ারপোর্ট থানা পুলিশের কীট প্যারেড পরিদর্শন করেন ।

এসময়ে ডিসি (উত্তর) মোঃ খাইরুল আলম অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে এই “মুজিববর্ষে” পুলিশ সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা দূর করে জনবান্ধব পুলিশে পরিণত হবার জন্য সকল পুলিশ সদস্যের প্রতি আহ্বান জানান। পেশাদারিত্ব বজায় রেখে নিজ দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করে জনগনকে প্রত্যাশিত সেবা প্রদান করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যকে জনবান্ধব ও আধুনিক মানসিকতার অধিকারী হতে হবে। দেশের চলমান উন্নয়নকে এগিয়ে নিতে মাদক, গুজব, জংগীবাদ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

এসময় উপস্তিত ছিলেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদ বিন আলম,পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মোস্তাফিজুর রহমান সহ থানার অন্যান্য পুলিশ সদস্যগণ কিট প্যারেডে উপস্থিত ছিলেন।