বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনের ৩৮জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে বরিশালের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান প্রার্থী ও তাদের প্রস্তাবক-সমর্থকের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করেন।
প্রতীক পেয়েই নির্বাচনী প্রচারনায় নেমে পড়েছেন বরিশালের ৬টি আসনের বিভিন্ন দল জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। দুপুর সোয়া ২টায় বরিশাল নগরীর কালীবাড়ি রোডে ১৫ আগস্টের শহীদ সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত, তার বড় ছেলে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যদা) আবুল হাসানাত আবদুল্লাহ এবং তার বড় ছেলে সিটি মেয়র সাদিক আবদুল্লাহর বাড়ি থেকে নির্বাচনী প্রচারনা শুরু করেন সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।
গনসংযোগ এবং লিফলেট বিতরনকালে তার সাথে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রচারনাকালে জাহিদ ফারুক উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি বরিশালকে দৃষ্টি নন্দনভাবে সাঁজাতে নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।
এদিকে বিকেল সোয়া ৩টায় নগরীর পশ্চিম কাউনিয়ার নিজ বাস ভবন চত্ত্বর থেকে নেতাকর্মীদের নিয়ে প্রচারনা শুরু করেন সদর আসনে বিএনপি’র প্রার্থী মজিবর রহমান সরোয়ার। গনসংযোগকালে জনগনের সাথে কুশল বিনিময় ছাড়াও লিফলেট বিতরন করেন তিনি। এ সময় বরিশালের উন্নয়ন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।
বিগত সিটি নির্বাচনে আওয়ামী লীগ জনগনের ভোট কেড়ে নেওয়ায় ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি’র পক্ষে গনজোয়ার সৃস্টি হয়েছে বলে জানান সরোয়ার। ভোট কেড়ে নেওয়া প্রশাসনের কর্মকর্তাদের প্রত্যাহারও দাবী করেন তিনি। এছাড়াও বরিশালের অন্যান্য আসনের প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েই উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন।
জানা গেছে, বরিশালের ৬টি আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা ধানের শীষ প্রতীক পেয়েছেন। অপরদিকে মহাজোটভূক্ত আওয়ামী লীগ এবং ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা নৌকা বরাদ্দ পেলেও জোটের অপর শরীক জাতীয় পার্টির প্রার্থীরা ৪টি আসনে লাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
জেলার দুটি আসনে ২জন স্বতন্ত্র প্রার্থী বরাদ্দ পেয়েছেন ট্রাক প্রতীক।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে প্রতিদ্বন্ধি প্রার্থী ৪জন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ নৌকা, বিএনপি’র এম. জহিরউদ্দিন স্বপন ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাসেল সরদার হাতপাখা এবং জাকের পার্টির মো. বাদশা মিয়া পেয়েছেন গোলাপ ফুল প্রতীক।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে প্রতিদ্বন্ধি প্রার্থী ৭জন। এর মধ্যে আওয়ামী লীগের মো. শাহেআলম নৌকা, বিএনপি’র সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু ধানের শীষ, জাতীয় পার্টির মো. মাসুদ পারভেজ সোহেল রানা লাঙ্গল, ওয়ার্কার্স পার্টির মো. জহুরুল ইসলাম হাতুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নেছারউদ্দিন হাতপাখা, এনপিপি’র সাহেব আলী এবং স্বতন্ত্র (জাসদ-আম্বিয়া) মো. আনিচুজ্জামান পেয়েছেন ট্রাক প্রতীক।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে প্রতিদ্বন্ধি প্রার্থী ৬জন। এর মধ্যে বিএনপি’র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ধানের শীষ, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু লাঙ্গল, মহাজোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির টিপু সুলতান নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সিরাজুল ইসলাম হাতপাখা ও বিকল্পধারা বাংলাদেশের মো. এনায়েত কবির কুলা এবং স্বতন্ত্র (যুবমৈত্রী) প্রার্থী আতিকুর রহমান পেয়েছেন ট্রাক প্রতীক।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগগঞ্জ) আসনে প্রতিদ্বন্ধি প্রার্থী ৭জন। এর মধ্যে আওয়ামী লীগের পংকজ নাথ, ঐক্যফ্রন্টের ব্যানারে নাগরিক ঐক্যের জে এম নুরুর রহমান জাহাঙ্গীর ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মো. নুরুল কারিম হাতপাখা, ইসলামী ঐক্যজোটের সাইফুল্লাহ মিনার, বাংলাদেশ খেলাফত মজলিসের রুহুল আমীন দেয়াল ঘড়ি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এনামুল হক টেলিভিশন এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাহবুবুল আলম বটগাছ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
বরিশাল-৫ আসনে প্রতিদ্বন্ধি রয়েছেন ৭জন। এর মধ্যে আওয়ামী লীগের কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম নৌকা, বিএনপি’র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম হাতপাখা, জাতীয় পার্টির অ্যাডভোকেট একেএম মুরতজা আবেদীন লাঙ্গল, বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন) এইচএম মাসুম বিল্লাহ কাঠাল, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অধ্যাপক আবদুস সাত্তার কোদাল এবং এনপিপি’র শামীমা নাসরিন বরাদ্দ পেয়েছেন আম প্রতীক।
বরিশাল-৬ আসনে প্রতিদ্বন্ধি প্রার্থী ৭জন। এর মধ্যে জাতীয় পার্টির নাসরিন জাহান রতœা আমীন লাঙ্গল, বিএনপি’র আবুল হোসেন খান ধানের শীষ, জাতীয় পার্টির-জেপি খন্দকার মাহতাব উদ্দিন বাই সাইকেল, জাসদ-ইনু মো. মোহসীন মশাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল ইসলাম আল-আমিন হাতপাখা, জেএসডি’র একেএম নুরুল ইসলাম তাঁরা এবং স্বতন্ত্র মো. আলী তালুকদার ফারুক পেয়েছেন সিংহ প্রতীক।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com