প্রতিবন্ধী রাইয়ানের সন্ধান দাবিতে পরিবারের মানববন্ধন

:
: ২ years ago

২০২১ সালের নভেম্বরে রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর থেকে নিখোঁজ হন বুদ্ধিপ্রতিবন্ধী রাইয়ান খান (১৮)। এরপর থেকে আর সন্ধান মেলেনি তার।

পরিবারের সদস্যরা নানাভাবে রাইয়ানকে খুঁজেও কোথাও পাননি। নিখোঁজের পর কাফরুল থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। তবে পুলিশের খুব একটা সহযোগিতা পাননি বলে অভিযোগ রাইয়ানের বাবা-মায়ের।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে রাইয়ান খানের সন্ধানের দাবিতে মানববন্ধন করা হয়। এতে তার বাবা-মাসহ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা অংশ নেন।

মানববন্ধনে রাইয়ানের মা নারগিস আক্তার দিপ্তী বলেন, ‘আমার ছেলেকে কোনোভাবেই ফিরে পাচ্ছি না। থানায় জিডি করেছি। পুলিশও কোনো খোঁজ দিতে পারেনি। আমার ছেলেকে ফিরে পেতে চাই।’

রাইয়ানের বাবা নাছিম আনোয়ার আরিফ বলেন, ‘তিন মাসেরও বেশি সময় ধরে আমার ছেলেটা নিখোঁজ। সে কোথায় আছে, কেমন আছে জানি না। আমার সন্তানকে ফিরে পেতে চাই। তাকে খুঁজে দিতে প্রশাসনের সহযোগিতা চাই।’

তিনি বলেন, ‘প্রতিবন্ধীদের জন্য প্রশাসনের বিশেষ নজর থাকলে রাইয়ানসহ কোনো প্রতিবন্ধীই হারিয়ে গেলে তাকে খুঁজে বের করা কঠিন হতো না।’

রাইয়ানের চাচা মাসুদ আনোয়ার খান মিরাজ বলেন, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বুদ্ধি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন। অটিজম নিয়ে তিনি গবেষণা করেন। তাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। অথচ আমার প্রতিবন্ধী ভাতিজা নিখোঁজ, তার জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও তার কন্যার কাছে আমাদের অনুরোধ, রাইয়ানকে দ্রুত খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দিতে প্রশাসন যেন তৎপর হয়।’