প্রতিবন্ধী ব্যক্তিরা এখন আর সমাজের বোঝা নয় : প্রতিমন্ত্রী পলক

লেখক:
প্রকাশ: ৪ years ago

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক (আইসিটি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘ দেশের প্রতিবন্ধী ব্যক্তিরা এখন আর সমাজের বোঝা নয়। সরকারি উদ্যোগ এবং তাদের ব্যক্তিগত প্রচেষ্টায় আজ তারা জনসম্পদে রূপান্তরিত হচ্ছে ‘।

 

শনিবার বিকেলে বরিশালে যুব প্রতিবন্ধী আইটি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আয়োজিত এ প্রতিযোগিতায় বরিশাল অঞ্চল থেকে ১৮ জন অংশগ্রহণ করেন। সকাল থেকে তিনটি পর্বে বিসিসি’র বরিশাল আঞ্চলিক কার্যালয়ে এ কার্যক্রম সম্পন্ন হয়।

 

দেশব্যাপী বিসিসি’র আটটি কার্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন আইসিটি বিভাগের সচিব এন এস জিয়াউল আলম।

 

এসময় বরিশাল বিসিসি কার্যালয়ে উপস্থিত ছিলেন আঞ্চলিক সেন্টার ইনচার্জ মোঃ জসিম, বরিশাল সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহান কবির, গৌরনদী উপজেলা সহকারী প্রোগ্রামার শরিফুল ইসলাম, কানেক্টেড বাংলাদেশের জুনিয়র কনসালট্যান্ট মাহবুবুর রহমান, ইন্সট্রাক্টর মোঃ এমরান হোসেন, মরজিনা খানম রতœা প্রমুখ।