প্রতিবন্ধী উদ্যোক্তাদের সরকারি-বেসরকারি সহায়তার দাবি

:
: ৩ years ago

প্রতিবন্ধী উদ্যোক্তাদের সরকারি-বেসরকারি সহায়তা কার্যক্রমে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ডিজাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এইচডিডিএফ)।

শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত প্রতিবন্ধী উদ্যোক্তাদের সরকারি ও বেসরকারি সহায়তা কার্যক্রমের অন্তর্ভুক্তি বিষয়ক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিশ্চিত না হওয়ায় সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা এখনও সেভাবে সফল হতে পারিনি। প্রতিবন্ধী ব্যক্তিরা শিক্ষা অর্জনের ক্ষেত্রে কিছুটা ও চাকরি কিংবা কর্মসংস্থানের ক্ষেত্রে পিছিয়ে আছেন। আমাদের সমাজে একটি কুসংস্কার রয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিরা কোনো কাজ করতে সক্ষম নয়। তাদের প্রতি আস্থা না থাকায় প্রতিষ্ঠানগুলো তাদের নিয়োগ দেয় না।

বক্তারা আরও বলেন, সমাজে প্রতিবন্ধীদের সংখ্যা খুব বেশি নয়। এদের মধ্যে সবাইকে যদি সুযোগ করে দেওয়া হয়, তাহলে তাদের কোনো না কোনো কাজে লাগানো সম্ভব। তার জন্য দেশের প্রতিটি সক্ষম মানুষের বিশেষ করে দায়িত্বশীল পর্যায়ে পালন করবার মতো বেশকিছু দায়িত্ব রয়েছে। সব প্রতিবন্ধী মানুষের কাছে হাত পাততে চান না। কিন্তু সমাজ তাদের নানাভাবে অবহেলা করে বলে তারা বাধ্য হন। দেশের বিভিন্ন আনাচে-কানাচে অনেক প্রতিবন্ধী রয়েছেন, যারা উদ্যোক্তা হয়ে নিজে কিছু করে খাওয়ার চেষ্টা করছেন। তাদের সহায়তার আওতায় আনার দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধীরা এসে অংশ নেন। এদের মধ্যে কেউ কেউ ক্ষুদ্র উদ্যোক্তা। তারা বলেন, প্রতিবন্ধী হলেও আমরা অক্ষম নই। আমরা ভিক্ষা করতে চাই না। মানুষের সহায়তায় বাঁচতে চাই না। আমরাও দেশ ও সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখতে চাই। আমরা চাই একটু সহায়তা। যাতে নিজের পায়ে দাঁড়াতে পারি।

অনুষ্ঠানে প্রতিবন্ধীদের পক্ষ থেকে সরকারের কাছে বেশকিছু সুপারিশ জানানো হয়। তার মধ্যে রয়েছে- আইনের প্রয়োগ, নীতিমালা অনুযায়ী বাস্তবায়ন, মনিটরিং, ক্ষুদ্র ব্যবসার জন্য প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা, সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রতিবন্ধীদের প্রতি বিশেষ দৃষ্টি, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে উদ্যোক্তা হয়ে সহায়তা প্রদান ও বাজেট বাড়ানো।

এইচডিডিএফের চেয়ারম্যান মো. রাজিব শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) চেয়ারম্যান হেদায়েতুল্লাহ আল মামুন এনডিসি। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের অর্থ ও প্রশাসন ব্যবস্থাপক রিপন ভৌমিক, ঢাকা রোটারি ক্লাবের সভাপতি মোহাম্মদ শহীদুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কর আইনজীবী পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল আজীজ সরকার, লিউনার্ড চেশায়ারের (ইউকে) কান্ট্রি ডিরেক্টর জহির বিন সিদ্দিক প্রমুখ।