প্রতিবন্ধীদের যাতায়াত ও সেবা গ্রহণে বিশেষ সুবিধা না রাখা হাসপাতাল বা ক্লিনিকের ওপর অতিরিক্ত পাঁচ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা জানান।
প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তবে সেবা দেয়া প্রতিষ্ঠান যাতে সুবিধা স্থাপনে প্রয়োজনীয় সময় পায় সেদিকে লক্ষ্য রেখে ২০১৯-২০ কর বছর থেকে এটি কার্যকর হবে।
মন্ত্রী বলেন, সামাজিক কল্যাণ নিশ্চিত করার জন্য প্রতি বছর অনেক কর ছাড় দেয়া হয়। আগামী বছর থেকে ডে কেয়ার হোমের আয়ের ওপর কর অব্যাহতি প্রস্তাব করছি।
এ ছাড়া আগামী অর্থবছরে থেকে প্রতিবন্ধীদের শিক্ষা ও প্রশিক্ষণে স্থাপিত প্রতিষ্ঠানের আয়ের ওপর কর অব্যাহতির প্রস্তাবও দিয়েছেন অর্থমন্ত্রী।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com