জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ করেন এক ব্যক্তি। ওই অভিযোগের প্রেক্ষিতে মো. আশিষ (৩২) নামে এক যুবককে আটক করেছে চট্টগ্রামের খুলশি থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার।
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি খুলশী থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। সংবাদ পেয়ে খুলশী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।
পরে খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ খান ৯৯৯-কে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন। ধর্ষণের অভিযোগে আশিষকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে বলেও জানান পরিদর্শক আনোয়ার সাত্তার।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com