জার্মানির মিউনিখ শহরের বেঞ্জামিন ডেভিড প্রতিদিন সকালে ল্যাপটপ, জামা-কাপড় এবং জুতা একটি ওয়াটারপ্রুফ ব্যাগের ভেতরে ভরে সাঁতার কেটেই অফিসে যান। ডেভিড মনে করেন- বাসে-গাড়িতে যাওয়ার ঝক্কি-ঝামেলা অনেক বেশি। তাই তিনি ইসার নদীতে সাঁতার কেটে দুই কিলোমিটার দূরের অফিসে খুব সহজে ও ঠিক সময়ে পৌঁছে যান।
বেঞ্জামিন ডেভিড জানান, প্রতিদিন সকালে নদীর পাশ দিয়ে চলে যাওয়া সড়কটিতে খুব বেশি গাড়ি থাকে। সেকারণে বাসে বা গাড়িতে করে তিনি অফিসে যান না। শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদীতে সাঁতার কেটেই তিনি সময় মতো অফিসে পৌঁছে যান। প্রতিদিন তিনি যখন অফিসে যান, তখন লোকজন রাস্তার দু'পাশে কিংবা ব্রিজের উপর দাঁড়িয়ে তাকে দেখেন। অনেকে তাকে দেখে সাঁতার কাটার ব্যাপারে উৎসাহীও হয়ে উঠেছেন বলে জানান বেঞ্জামিন ডেভিড।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com