পাঁচদিনের সফরে রোববার ঢাকা আসছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ব্যক্তিগত এ সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। আগামী ১৮ জানুয়ারি বাংলাদেশ ছাড়বেন তিনি। এর আগে ২০১২ সালের ৪ ও ৫ মে দু’দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের প্রথম কোনো বাঙালি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সফর করেন প্রণব মুখার্জি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জেট এয়ারওয়েজের ফ্লাইটে রোববার বিকেল চারটায় ঢাকায় পৌঁছাবেন প্রণব মুখার্জি। বাংলাদেশের অকৃত্রিম এ বন্ধুকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। সূত্র বলছে, রাষ্ট্রপতি হিসেবে সাবেক হলেও প্রণব মুখার্জিকে বিরল সম্মাননা জানাবে সরকার। সফরকালে তার জন্য ভিভিআইপি নিরাপত্তা ও প্রটোকল থাকছে।
সফরসূচি থেকে জানা গেছে, বিমানবন্দর থেকে প্রণব মুখার্জিকে সোনারগাঁও হোটেলে নেয়া হবে। ঢাকায় থাকাকালে সেখানেই অবস্থান করবেন তিনি। রোববার সন্ধ্যায় তার সম্মানে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন আয়োজিত নৈশ ভোজে যোগ দেবেন তিনি। সোমবার সকালে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন তিনি। সেখান থেকে দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটায় বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। ‘বিশ্বমানব হবি যদি কায়মনে বাঙালি হ’ শীর্ষক স্লোগানে অনুষ্ঠেয় তিনদিনের এ সাহিত্য সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের তিন শতাধিক কবি-লেখক-সাহিত্যিক-সমালোচক অংশ নেবেন। এরপর সন্ধ্যায় প্রণব মুখার্জির সম্মানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নৈশ্যভোজের আয়োজন করেছেন। সেখানে তিনি অংশ নেবেন।
সূত্র জানায়, সফরকালে প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক হবে প্রণব মুখার্জির। এছাড়া বঙ্গভবন ও গণভবনে তার সম্মানে পৃথক রাষ্ট্রীয় ও সরকারি ভোজের আয়োজন করছেন রাষ্ট্র ও সরকার প্রধান। সেখানে রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরাও অংশ নেবেন। সফর সূচি অনুযায়ী, ১৬ জানুয়ারি চট্টগ্রাম সফরে যাবেন ভারতের প্রথম বাঙ্গালি এ রাষ্ট্রপতি। সেখানেও তার সম্মানে নানা আয়োজন থাকবে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। সেখানে তাকে সম্মানসূচক ডি লিট উপাধি দেয়া হবে। মাস্টার দা সূর্যসেন এবং প্রীতিলতার স্মৃতিও ঘুরে দেখবেন। তার সম্মানে চট্টগ্রামের একটি অভিজাত হোটেলে ভোজ আয়োজন করছেন স্থানীয় ভারতীয় সহকারী হাইকমিশন। ১৭ জানুয়ারি তিনি চট্টগ্রাম থেকে ঢাকা ফিরবেন। এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সেখানে নৈশ্যভোজে যোগ দেবেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com