প্রজ্ঞা ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার পার্টি অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

স্টাফ রিপোর্টার: বরিশালের একটি সমাজসেবা মূলক প্রতিষ্ঠান প্রজ্ঞা ফাউন্ডেশন।“প্রকৃতি ও মানুষের সেবায় নিবেদিত” এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠানটি ২০১৭ সালের ০১ জুন প্রতিষ্ঠিত হয়। আজকে ০১ জুন ২০১৮ প্রতিষ্ঠানটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয় নগরীর সদর রোডস্থ রয়েল রেস্তোরায়। প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন আয়শা খাতুন, রিটায়ার্ড কর্মকর্তা, সোনালী ব্যাংক।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন কাশমেরী বেগম বন্যা, সহকারী শিক্ষিকা, অক্সফোর্ড মিশন হাই স্কুল, বরিশাল।প্রোগ্রামের সভাপতিত্ব করেন সমাজকর্মী এস এম মাসুদ পারভেজ রিয়াল, ।প্রোগ্রামটি উপস্থাপনা ও পরিচালনা করেন প্রজ্ঞা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব সুভাশীষ দাস সুভাষ।

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটির সদস্য সহ অন্যান্য সদস্যবৃন্দ। বৈরী আবহাওয়ার কারনে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয় প্রোগ্রামটি। প্রোগ্রামে প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ ও পরিকল্পনা নিয়ে মত বিনিময় ও আলোচনা হয়। দোয়া ইফতারের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত হয়।