প্রকৃত পরীক্ষার্থীদের মূল্যায়নের অনুরোধ সুপ্রিম কোর্ট বারের

লেখক:
প্রকাশ: ৪ years ago

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি লিখিত পরীক্ষায় নজিরবিহীন নৈরাজ্যের ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার অ্যাসোসিয়েশন)। একই সঙ্গে প্রকৃত পরীক্ষার্থীদের অবমূল্যায়ন না করতেও এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানিয়েছে তারা।

শনিবার (১৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এমন নজিরবিহীন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বার কাউন্সিলের লিখিত পরীক্ষার সময় ঘটে যাওয়া ঘটনা নিয়ে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের সঙ্গে দেখা করেছি। বার কাউন্সিলের চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, ভাইস-চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, বার কাউন্সিল সদস্য এ জে মোহাম্মদ আলীর সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে করণীয় বিষয়ে আলোচনা করেছি।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আরও বলেন, সাক্ষাতের পর প্রকৃত পরীক্ষার্থীরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানিয়েছি।

প্রকৃত শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন কাজল। একই সঙ্গে এমন ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।