রোমান্টিক দৃশ্যপট আর ভিন্নধর্মী আয়োজন নিয়ে নিয়ে হাজির হলেন দুই কণ্ঠশিল্পী বেলাল খান ও ঐশী। তাদের গাওয়া ‘তোর ভালোবাসা’ শিরোনামের নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। ইশতিয়াক আহমেদের কথায় গানটির সুর বেলাল খান নিজেই করেছেন।
ম্যাক্স ব্যাগ নিবেদিত এই গানটিতে মডেল হিসেবে দেখা গেছে অভি ও তাহিরাকে। কক্সবাজারের মনোরম লোকেশনে এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত নাসির। ম্যাক্স ব্যাগ নিবেদিত এস এ প্রডাকশনের ব্যানারে নির্মিত গানটি একই নামে প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশ করা হয়।
গানের গল্পে দেখা গেছে, কক্সবাজারে পালিয়ে এসেছে একজোড়া কাপল। কিন্তু কোনো পরিকল্পনা নেই তাদের! কি করবে ভেবে পাচ্ছে না প্রেমিকা। এজন্য তার মন খারাপ। কিন্তু প্রেমিক জানে কিভাবে মন ভালো করতে হয়। গানে ও নাচে শুরু করে দেয় প্রেমিকার জন্যে মন ভালো করে দেওয়ার যত আয়োজন।
দুই কিশোর-কিশোরী কক্সবাজারের দৃশৃপটে ভাসায় তাদের নব প্রেমের ভেলা। মনের আনন্দে দুইজনে চষে বেড়ায় সৈকত সংলগ্ন আশ-পাশ। কারণ নেই তাদের বাড়ী ফেরার তাড়া, শুধু ভাসবে তারা প্রেমে আর গানে গানে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com