পেলেকে ছাড়িয়ে গেলেন রোনালদো

লেখক:
প্রকাশ: ৭ years ago

নিষেধাজ্ঞার কারণে এখনো রিয়ালের হয়ে মাঠে নামা হয়নি। তবে দেশের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নেমেই করলেন দুর্দান্ত হ্যাটট্রিক। আর এ হ্যাটট্রিকে জাতীয় দলে হয়ে গোলের সংখ্যায় ব্রাজিলের কিংবদন্তি পেলেকে (৭৭) ছাড়িয়ে গেলেন রোনালদো (৭৮)।

পোর্তোতে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে দলকে লিড এনে দেন রোনালদো। বার্নার্দো সিলভার ক্রসে ভলিতে বল জালে জড়ান চলতি মৌসুমে নিষেধাজ্ঞার জন্য রিয়ালের হয়ে মাঠে না নামা এই তারকা। ম্যাচের ২৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন চারবারের বর্ষসেরা এই ফুটবলার।

আর ম্যাচের ৬৪ মিনিটে কারভালিওর পাসে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। আর এতে জাতীয় দলের হয়ে ১৪৪ ম্যাচে ৭৮তম গোলের দেখা পেয়ে যান। যাতে ছাড়িয়ে যান ব্রাজিলের কিংবদন্তি পেলেকে।

এদিকে এবারের বাছাইপর্বে ১৪ গোল করে রোনালদো স্পর্শ করেছেন সাবেক যুগোস্লাভিয়ার প্রেদ্রাগ মিয়াতোভিচের রেকর্ড।