#

পুলিশ প্রহরায় ধান কাটার অভিযোগে মুলাদীর থানার ওসি (তদন্ত)সহ দুই এসআই’র বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ দেয়া হয়েছে। পাশাপাশি এ ধরণের ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে বুধবার (১৬ জানুয়ারি) মুলাদী থানার চরকমিশনার এলাকার মৃত আবুল কালাম সরদারের ছেলে মোঃ কামাল সরদার এ অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মুলাদীর কাজিরচর এলাকার চরকমিশনার গ্রামের আদম আলী মাতুব্বরের পুত্র আব্দুল জলিল মাতুব্বর ও মাওলা বক্স গাজীর পুত্র মোতালেব গাজীর নামে সরকার ১৯৫৯-৬০ সালে ৩ একর ৩২ শতাংশ জমি বরাদ্দ দেন। বরাদ্দ পেয়ে ২০১৮ সালের ৩০শে এপ্রিল আব্দুল জলিল ও মোতালেব গাজীর কাছ থেকে অভিযোগকারীসহ ৬ গ্রহীতা জমি ক্রয় করেন। ওই জমিতে অভিযোগকারীসহ ৬ গ্রহীতা আমন ধান রোপন করেন। কিন্তু গত ১৪ জানুয়ারি কোন কারণ ছাড়াই মুলাদি থানার ওসি তদন্ত মোঃ সাঈদ আহম্মেদ, এসআই মোঃ আরিফ হোসেন ও এসআই জহিরুল ইসলামসহ প্রায় ৩৫ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী অভিযোগকারীদের জমির প্রায় ৭০ মন ধান কেটে নিয়ে যায়।

পরে বিষয়টি মুলাদী থানার অফিসার ইনচার্জকে জানালে কোন ব্যবস্থা গ্রহণ করেননি। তাই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে বরিশাল জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন