পুলিশ পদক পুলিশের জন্য অত্যন্ত গর্বের। এই পদক সারাজীবন একজন পুলিশকে সম্মানিত করে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
মঙ্গলবার (২৬ জুলাই) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুলিশ পদক-২০২০ ও ২০২১ পাওয়া ডিএমপি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পদকপ্রাপ্ত সবাইকে ডিএমপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, স্বীকৃতি কাজের গতি বৃদ্ধি করে। এই সম্মান তোমাদের কাজের গতিকে আরও ত্বরান্বিত করবে।
তিনি আরও বলেন, বিশেষ পরিস্থিতির কারণে আজ পুরস্কারটি এভাবে প্রদান করা হলো। তাই পরিস্থিতি ভালো হলে মাননীয় প্রধানমন্ত্রী আবার নিজ হাতে পুরস্কার প্রদান করবেন।
করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ সালে পুলিশ সপ্তাহ হয়নি। করোনার প্রকোপ কম থাকায় গত ২৩ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত উদযাপিত হয় পুলিশ সপ্তাহ-২০২২। মহান মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ বুলেট ছোড়া রাজারবাগ পুলিশ লাইনস মাঠে উদ্বোধনী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুলিশ সপ্তাহ-২০২২ উপলক্ষে ২০২১ সালের জন্য ১১৫ জন ও ২০২০ সালের জন্য স্বীকৃতি পান ১১৫ জন। এর মধ্যে ডিএমপির ৪৬ জন পুলিশ সদস্য এ পদক প্রাপ্তির গৌরব অর্জন করেন।
এ বছরের ২০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে ২০২১ সালের জন্য ১৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ২৫ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং ২০২০ সালের জন্য ১৫ জনকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ২৫ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হয়।
করোনার হালকা সংক্রমণ থাকায় প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পুলিশ সপ্তাহের প্রথম দিন পদকপ্রাপ্ত কয়েকজনকে পুলিশ পদক পরিয়ে দিয়েছিলেন। আর অন্যান্যদের স্ব স্ব ইউনিট প্রধানকে পরিয়ে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছিলেন।
পদক প্রদানের এ অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com