পুলিশের ঊর্ধ্বতন আট কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এ রদবদল এনে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।
পুলিশের ডিআইজি (এনডিসি কোর্সে অংশগ্রহণ শেষে পুলিশ অধিদফতরে রিপোর্টকৃত) মো. আবদুল্লাহেল বাকীকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), বরিশাল মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমানকে ঢাকায় র্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে।
পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আসাদুজ্জামানকে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।
অন্যদিকে এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. হায়দার আলী খানকে পুলিশ অধিদফতরে বদলি করা হয়েছে।
ঢাকা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (প্রশাসন ও প্ল্যানিং) মো. মুশফেকুর রহমান ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার, ঢাকার ১৩ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) সৈয়দ মোসফিকুর রহমান অষ্টম এপিবিএনের অধিনায়ক, অষ্টম এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মো. রাশিদুল ইসলাম খান ১৩ এপিবিএসের অধিনায়ক হয়েছেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com