দুর্নীতির মামলায় পুলিশের বিশেষ শাখার অবসরপ্রাপ্ত এএসপি আব্দুল খালেক ভূঁইয়াকে দুই বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
সোমবার ঢাকার দশ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জালাল উদ্দিন আহম্মদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষনার পরে আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, আসামি খালেক ভূইয়া রাজধানীর খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকায় ষষ্ঠ তলা একটি বাড়ির মালিক। এছাড়া তার ছেলের নামে অন্য আরেকটি ১০ তলা বাড়ি নির্মাণ করে দেয়।
পরে ২০১৪ সালের ২ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) আব্দুল খালেক ভূঁইয়াকে সম্পদের হিসাব দাখিলের জন্য নোটিশ জারি করে। কিন্তু নিয়মানুযায়ী খালেক ভূঁইয়া সম্পদের হিসাব দাখিল করে নাই।
এ ঘটনায় ২০১৪ সালের ২৯ মার্চ রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক রফিকুজ্জামান বাদী হয়ে মামলা করেন। পরে ঘটনার তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। ২০১৬ সালের ৩ নভেম্বর খালেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com