পুনাক বিএমপির উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন

লেখক:
প্রকাশ: ২ years ago

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বরিশাল মেট্রোপলিটন শাখার উদ্যোগে ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

বুধবার রাতে বরিশাল নদী বন্দর এলাকায় ছিন্নমূল প্রায় ৩শতাধিক বিভিন্ন বয়সী নারী পুরুষদের মাঝে এ কম্বল বিতরন করা হয়।

 

এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম, পুনাক, বিএমপি’র সভানেত্রী সাদিয়া মাহমুদা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) (অ্যাডিশনাল ডিআইজিপদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) (এসপি পদোন্নতি প্রাপ্ত) রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মােঃ ফজলুল করিম সহ পুনাকের বিভিন্ন পর্যায়ের নেত্রীগণ এবং বিএমপির উর্দ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

 

 

পুনাক, বিএমপি’র সভানেত্রী সাদিয়া মাহমুদা বলেন, পুলিশ জনগণের বন্ধু। আমরা যেহেতু পুলিশ পরিবারেরই অংশ সেজন্য আমরা শীতের সময় দুঃস্থদের পাশে থেকে হাত বাড়িয়ে দেই, সেজন্যই আমরা এই কম্বল বিতরন করেছি।