পর্যটন কেন্দ্র কুয়াকাটায় উচ্ছেদ ক্ষতিগ্রস্থরা পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন। বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় উচ্ছেদকৃত ক্ষতিগ্রস্ত পরিবার কুয়াকাটা পৌরসভার হোসেনপাড়ায় মানববন্ধনের আয়োজন করে।
প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে ৬০০ পরিবারের নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রন করে। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, হঠাৎ করে কোনো প্রকার নোটিশ ছাড়া তাদের উচ্ছেদ করা হয়েছে। এর ফলে বাড়িঘর হারিয়ে তাদের খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। তাই তাদের দাবি দ্রুত পুনর্বাসন করা হোক।
উল্লেখ্য, গত শনিবার (১০ নভেম্বর) থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার পূর্বদিকে প্রায় ৬০০ পরিবারকে উচ্ছেদ করে জেলা প্রশাসন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com