নেত্রকোনা সদরের সাকুয়া বাজার এলাকায় পুত্রবধূর দেয়া আগুনে পাঁচদিন পর ঢাকা মেডিকেলে মারা গেছেন শাশুড়ি শাহানারা আক্তার (৪৫)। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন খান জানান, পারিবারিক কলহের জের ধরে রোজিনা তার শাশুড়ির শরীরে গত শুক্রবার রাতে আগুন ধরিয়ে দেয়। দগ্ধ শাহানারাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বার্ন ইউনিটে নিয়ে চিকিৎসা দেয়া হয়। ঘটনার সময় শাহানারার শরীরের ৭০ ভাগ পুড়ে যায়।
নেত্রকোনা সদরের সাকুয়া বাজার এলাকায় গন্ধবপুর গ্রামের মৃত পুলিশ সদস্য রঈছ উদ্দিনের স্ত্রী শাহানারা আক্তার। তার ছেলে মাহবুব আলমের স্ত্রী রোজিনা এ ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় দগ্ধ শাহানারার মেয়ে ফারজানা আক্তার লিজা বাদি হয়ে থানায় মামলা করলে রোজিনা আক্তারকে গত শনিবার আটক করে পুলিশ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com