পিলখানা হত্যা মামলায় আপিলের রায় পড়া চলছে

:
: ৭ years ago

বিডিআর বিদ্রোহের ঘটনায় উদ্ভূত পিলখানা হত্যা মামলায় নিম্ন আদালতে ফাঁসির আদেশপ্রাপ্ত ১৫২ আসামির মৃত্যুদণ্ড অনুমোদন, আপিল ও জেল আপিলের ওপরে আজ রায় পড়া চলছে।

রবিবার সকাল ১০টা ৫৫ মিনিটে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ বেঞ্চে মামলাটির রায় পড়া শুরু হয়।

বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ প্রাণ হারান ৭৪ জন। পরে পরিবর্তন করে সীমান্তরক্ষী এই বাহিনীর নাম রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২০১৩ সালের ৫ নভেম্বর পিলখানা হত্যা মামলার রায় ঘোষণা করেন অস্থায়ী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান।