পিরোজপুর মামলার আসামি মাদকসহ ডিবির হাতে আটক

লেখক:
প্রকাশ: ৫ years ago

পি‌রোজপু‌র সদর উপ‌জেলার দাউদপুর বাজা‌রে পি‌রোজপুর জেলা ডি‌বির বিশেষ অ‌ভিযা‌নে ১৫০ পিচ ইয়াবা সহ হত্যা মামলার আসামী সহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করে পিরোজপুর ডিবি পুলিশ।

‌পি‌রোজপুর ডি‌বির এস আই দে‌লোয়ার হো‌সেন এর নেতৃ‌ত্বে এক‌টি টিম গতকাল (র‌বিবার)‌ বিকালে গোপন সংবা‌দের ভিত্তি‌তে ইয়াবা ক্রয় বিক্রয়ের সময় অ‌ভিযান চা‌লি‌য়ে মোঃসোহেল (৩৮) পিতা আঃমান্নান গ্রাম: সাংজা‌লিয়া,উদয়কাঠি কে ১০০ পিচ এবং জাবের হোসেন তাইন (২০) পিতা- তোফাজ্জেল হোসেন লিটন, গ্রাম: পুখুরিয়া, কে ৫০ পিচ ইয়াবা সহ গ্রেফতার ক‌রেন।

উ‌ল্লেখ্য ,মো: সো‌হেল আ‌লো‌চিত জয় মার্ডার মামলার ১ নং আসামী ,আসামী‌দের‌কে গ্রেপ্তারের প‌রে সদর থানায় সোর্পদ্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হইয়াছে।