পিরোজপুরে জেলা পরিষদের উদ্যোগে প্রকল্পের বরাদ্ধ, করোনার সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার বিতরণের আবেদন ফরম হস্তান্তর উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নাজিরপুর ও মঠবাড়িয়া উপজেলা পরিষদ এবং সকল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দীন মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খসরু জমাদ্দার, মঠবাড়িয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. নাসরিন জাহান, নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আরিফ উল হক সহ নাজিরপুর ও মঠবাড়িয়া উপজেলার সকল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। অনুষ্ঠন সঞ্চালনা করেন ধাওয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু।
এসময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দীন মহারাজ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আর্দশকে বুকে ধারন করে ডিজিটাল বাংলাদেশের কারিগর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে দেশ গঠনে কাজ কওে যেতে চাই। প্রত্যেক ইউনিয়নের ইউপি সদস্যদের থেকে এক লাখ টাকার প্রকল্পের যে তালিকা নেয়া হয়েছিলো সে তালিকার অনুমোদন চিঠি ইউপি সদস্যদের তুলে দেয়া হয়।
মতবিনিময় সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু ও সকল শহদের আত্মার মাগফিরাত কামনায় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ও তার পরিবারের সকল সদস্যদের দির্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com