পিরোজপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

লেখক:
প্রকাশ: ৪ years ago

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এতে আইনজীবী সমিতির ২৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৯ টি পদের বিপরীতে আওয়ামী পন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের ১৯ জন এবং বিএনপি পন্থী আইনজীবী ঐক্য পরিষদ প্যনেলে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।