পিরোজপুরে ৬ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্র শাহাদাৎ

লেখক:
প্রকাশ: ৩ years ago

পিরোজপুর প্রিতিনিধিঃ পিরোজপুরে ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে মো: শাহাদাৎ হোসেন নাঈম (১২) নামে এক মাদরাসাছাত্র।

গত বৃহস্পতিবার সে নিখোঁজ হয় বলে নিশ্চিত করেছেন তার মা।

মো: শাহাদাৎ হোসেন নাঈম পিরোজপুর পৌরসভার বড় ভাইজোড়া গ্রামের মো: মিরাজ শেখের ছেলে। সে পাশের আশরাফুল উলুম কওমি মাদরাসায় পড়ত।

নাঈমের মা মোসা: তাছলিমা বেগম জানান, গত বৃহস্পতিবার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত আশরাফুল উলুম মাদরাসায় যাওয়ার জন্য সে বের হয়। কিন্তু তারপরে আর সে মাদরাসায় পৌঁছেনি।

স্বজনদের বাড়িতে খোঁজ-খবর নিয়েও এখন পর্যন্ত নাঈমের কোনো সন্ধান পাওয়া যায়নি। নাঈমের সন্ধান পেলে তার মা ০১৪০৭-১৬৬৯৪২ এই নম্বরে যোগাযোগের অনুরোধ জানান।

নাঈম নিখোঁজ হওয়ায় তার মা মোসা: তাছলিমা বেগম পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জা মো: মাসুদুজ্জামান জানান, নিখোঁজের ঘটনায় সদর থানায় একটি জিডি করা হয়েছে।