পিরোজপুর প্রতিনিধি ॥ মানবিক হও এই স্লোগান নিয়ে ১৯৪ তম বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০ টায় শহরের টাউন ক্লাব রোড থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রেড ক্রিসেন্ট ইউনিটে গিয়ে র্যালিটি শেষ হয়।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রেলি শেষ হলে জেলা ইউনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুব প্রধান শুভদীপ সিকদার শুভ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের আজীবন সদস্য নুরদীদা খালেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ইকবাল মাসুদ, আজীবন সদস্য নুরুল হুদা আলম। ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আমিরুল ইসলাম।
এ সময় রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট সহ সকল মানোবিক মানুষদের জন্য দোয়া করা হয়।