পিরোজপুরের ইন্দুরকানীতে খালের মধ্যে হাত মুখ ধুতে গিয়ে পানিতে পড়ে যান নারায়ণ চন্দ্র হালদার (৭৫) নামে সাবেক এক শিক্ষক। পানিতে পড়েই স্রোতে ভেসে যান তিনি। তিন ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়। বুধবার সকাল দশটার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর খালে এ ঘটনা ঘটে।
নারায়ণ চন্দ্র হালদারের বাড়ি উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। তিনি গ্রামের মাধ্যমিক স্কুলের শিক্ষক ছিলেন।
স্থানীয় ও নারায়ণ চন্দ্রের পারিবারিক সূত্রে জানা যায়, হাত মুখ ধুতে পার্শ্ববর্তী খালে যান শিক্ষক। খালের ঘাট থেকে সে পড়ে গেলে নিমিষেই তাকে স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। পরে তার স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর তিন ঘণ্টা পর তার ভাসমান দেহ ওই খালেই পায়। পরে স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে গেলে তারা পানিতে ডুবে মারা গেছে বলে জানান।
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, সাবেক স্কুল শিক্ষক খালে পড়ে পানিতে ডুবে মারা গেছে। তার মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ সৎকারের ব্যবস্থা করতে বলা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com