পিরোজপুরে সোহরাওয়ার্দী কলেজে আইএফআইসি ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচী

লেখক:
প্রকাশ: ১১ মাস আগে

সারাদেশ ব্যাপী ১৩শত শাখা-উপশাখায় বৃক্ষরোপনের আওতায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে আইএফআইসি ব্যাংক পিরোজপুর শাখা।

আজ বুধবার দুপুরে কলেজ প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম। এসময় কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ আহম্মদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সমরজিৎ হাওলাদার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো: শহীদুল ইসলাম,

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: তরিকুল ইসলাম, আইএফআইসি ব্যাংক পিরোজপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো: কামাল হোসেন, কাষ্টমার সার্ভিস ম্যানেজার মো: রাজিবুল ইসলাম, সদর উপ-শাখা অফিসার ইনচার্জ হাসান শাহরিয়ার বনি, অফিসার মার্কেটিং এ্যান্ড সেলস মো: ছহল রানাসহ বিভিন্ন বিভিগের শিক্ষার্থীবৃন্দ,

কলেজ রোভার স্কাউট ও বিএনসিসি ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কলেজের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়।

প্রসঙ্গত, আগামী ১ মাস ব্যাপী সদর উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃক্ষরোপন কর্মসূচী পালন করবে পুরাতন বাস স্ট্যান্ডে অবস্থিত আইএফআইসি ব্যাংক পিরোজপুর শাখা।