প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৫, ২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২১, ২:২৮ পূর্বাহ্ণ
পিরোজপুরে সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে দুই দিন ব্যাপী পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে নাগরিক উদ্যেগের আয়োজনে এবং পিরোজপুর গণউন্নয়ন সমিতির সহযোগীতায় দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহম্মেদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিথ ছিলেন গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, উন্নয়ন গবেষক আমিনুল রসুল, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা।
এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের নিন্মাঞ্চলে পানির প্রবাহ বেড়ে যাবে। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি প্রভাব পড়বে বিভিন্ন চর অঞ্চলে। পানিতে লবনতা বৃদ্ধি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, খরা সহ বিভিন্ন সমস্যা বৃদ্ধি পাবে।
এসব নিয়ে আমাদের আগেই ভাবা দরকার। আমাদের আবহাওয়া উপযোগী নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ বিষয়ে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে এবং অন্যদের এ বিষয়ে সচেতন করতে হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com