#

পিরোজপুরের ভান্ডারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ দোকানীকে ২২ হাজার ৫শত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে পিরোজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভান্ডারিয়া বাজারে এক ভেজাল বিরোধী অভিযানকালে এ জরিমানা আদায় করে।

এসব দোকানীরা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন করে সংরক্ষণ এবং বিক্রয়, মেয়াদ উত্তীর্ন পন্য মওজুদ, নিম্নমানের বিস্কুট চানাচুর সংরক্ষণের দায়ে এ জরিমানা আদায় করা হয়। দোকানগুলো হচ্ছে কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, গৌরনদী মিষ্টি বাজার, সিটি মেডিকেল হল, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, কালাচান শাহার বিস্কুটের দোকান।

ভান্ডারিয়া থানা পুলিশের সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশালের সহকারী পরিচালক শাহ মোঃ সোয়াইব মিয়া, পিরোজপুরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা, জেলা বাজার কর্মকর্তা আঃ মান্নান হাওলাদার এ অভিযান পরিচালনা করেন।

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন