পিরোজপুরের নাজিরপুরে বাসের ধাক্কায় গুরুতর জখম হয়ে হরেন্দ্র নাথ হালদার (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের মৃত্যু বিশ্বেন্দ্র নাথ হালদারের ছেলে।
মঙ্গলবার (১২ জুলাই) রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ভাগ্নে দৈনিক আমাদের সময়ে’র নাজিরপুর উপজেলা প্রতিনিধি জ্যোতিষ চন্দ্র হালদার তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, এর আগে ওই একই দিন দুপুরে তিনি নাজিরপুর থেকে বাড়ি যাওয়ার সময় উপজেলার নাজিরপুর-পিরোজপুর সড়কের চালিতাবাড়ি নামক স্থানে বসে ভ্যানগাড়ির ভাড়া দিচ্ছিলেন।
এ সময় পিরোজপুর থেকে ঢাকাগামী সেবাগ্রীন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত গুরুতর পান। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবির জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখানো কোনো মামলা করা হয়নি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com