পিরোজপুরের কঁচা নদীতে জাহাজের ধাক্কায় ফেরি দুর্ঘটনার কারন অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানকে প্রধান করে ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ জানান, তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটিতে কাউখালীর ইউএনও ইসরাত জাহান ও বিআইডব্লিউটিএ একজনকে সদস্য করা হয়েছে।
এদিকে, ফেরি দুর্ঘটনার নদীতে পরে যাওয়া গাড়ি উদ্ধারে বুধবার সকাল থেকে কচা নদীতে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ফায়ার সার্ভিস ও বরিশাল ফেরি বিভাগ দুটি ক্রেনের সাহায্যে উদ্ধার তৎপরতা শুরু করে। দুপুর থেকে রাত পর্যন্ত একটি ট্রাক বাদে বাকি সবকটি গাড়ি নদী থেকে তুলে ফেলা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশালের সহকারী পরিচালক মতিয়ার রহমান জানান, আমাদের ডুবুরি দল কোনো মরদেহ পায়নি। কেউ নিখোঁজ হওয়ার কথাও শোনা জায়নি।
কমিটির সদস্য কাউখালীর ইউএনও ইসরাত জাহান জানান, তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।