পিরোজপুরের ইন্দুরকানীতে ছোট ভাইর প্রেমের সম্পর্কের কারণে বড় ভাই কে পিটিয়ে আহত করল প্রেমিকার স্বজনেরা। আহত প্রেমিকের বড় ভাই নাজমুলকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার মাথায় আঘাত থাকায় সিটি স্কান করানো হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়,উপজেলার চরণী পত্তাশী গ্রামের মনির হোসেনের মেঝ ছেলে কলেজ পড়–য়া শাওনের সাথে একই গ্রামের প্রবাসী সরোয়ার হোসেনের মেয়ে এস,এসসি পরীক্ষার্থী জান্নাতী আকতারের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে।
এ নিয়ে থানা পুলিশ পর্যন্ত একাধিকবার দেন দরবার ও হয়েছে। তারা ক্ষান্ত হয় নি । কিন্তু প্রেমিক প্রেমিকা নিয়মিত ফোনালাপ ও যোগাযোগাগ রক্ষা করে চলছে।
মঙ্গলবার বার ইন্দুরকানী এস এসসি পরীক্ষা কেন্দ্রে দুই প্রেমিক প্রেমিকা কথা বললে প্রেমিকার স্বজনেরা দেখে ফেললে হিতে বিপরীত হয়ে যায়।
বাড়ী ফিরে প্রেমিকা জন্নাতির ভাই সোহাগ ও চাচা আব্বাস তার ৪ থেকে ৫ জন সহযোগী নিয়ে প্রেমিক শাওনের বড় ভাই ব্যবসায়ী নাজমুল কে তার ভাইকে এলাকা ছেড়ে চলে যেতে বলেন।
এ কথায় বাকবিতন্ডায় নজমুলকে পিটিয়ে তারা গুরতর আহত করে তার সাথে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে আহত নাজমুলের স্বজনেরা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে।
এ বিয়য় আহত নাজমুলের মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ করেছে। প্রেমিকা জান্নাতির চাচা সোহরাব হোসেন জানান, ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক থাকতে পারে কিন্তু পরীক্ষার সময় ওই ছেলে মেয়েকে বিরক্ত করায় ছেলের বড় ভাইকে মেয়ের চাচা নালিশ করলে কথার কাটাকাটিতে উভয়ের মধ্যে হাতাহাতি হয়েছে বলে শুনেছি।
প্রেমিক শাওনের মা রুনা মনির জানান,আমার ছেলে শাওনের সাথে ওই মেয়ের দীর্ঘদিন ধরে সম্পর্ক উভয় বিয়ে হয়েছে এ ঘটনা নিয়ে মেয়ের চাচা ও ভাই আমার বড় ছেলে নাজমুলকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এ বিষয় আমি থানায় অভিযোগ করেছি।