পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. নাজমুল হাসান আজিম মল্লিককে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মশিউর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিষয়টি জেলা ছাত্রদলের সভাপতি মো. হাসান আল মামুন নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ছাত্রদল নেতাকে (আজিম মল্লিক) পৌর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলায় জমা দেওয়ার জন্য একাধিকবার তাগিদ দেওয়া হলেও তিনি তা জমা দেননি।
গত বৃহস্পতিবার বিকালে জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের উপস্থিতিতে এক জরুরি বৈঠকের মাধ্যমে তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়।
দলীয় পদ থেকে অব্যহতি পাওয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. নাজমুল হাসান আজিম মল্লিক জানান, গত বছরের ১৭ ডিসেম্বর পৌর ছাত্রদলের কমিটি গঠন হয়।
তখন তৃণমূলের নেতাকর্মীরা আমাকে আহ্বায়ক দাবি করে জেলা কমিটিকে একটি লিখিত দেন। কিন্তু জেলা কমিটি আমাকে আহ্বায়ক না করে দুটি হত্যা মামলাসহ একাধিক মাদক ও ইভটিজিং মামলার আসামিকে রহস্যজনক কারণে আহ্বায়ক করেন।
তিনি বলেন, এসব কারণে আমি তাকে (আহ্বায়ক) এড়িয়ে যাই। সম্প্রতি জেলা কমিটি পূর্ণাঙ্গ কমিটি করে জমা দিতে বললে ছাত্রলীগের লোক দিয়ে কমিটি গঠন করতে চায়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com