পিরোজপুরে নারী পুলিশ কর্মকর্তাকে উত্ত্যক্তের দায়ে এক আওয়ামী লীগ নেতাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদলত। সোমবার নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত হাসানাত উল্লাহ ডলার কলারদোয়ানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শিমুল বাহাদুর।
পুলিশ জানায়, পিরোজপুর আদালতে কর্মরত এক নারী পুলিশের এএসআইকে উত্ত্যক্ত করার অভিযোগ উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের মৃত হাবিবুল্লাহ মৃধার ছেলে হাসানাত উল্লাহ ডলারকে (৫০) সোমবার গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন ধরে হাসানাত উল্লাহ ডলার ওই পুলিশ কর্মকর্তাসহ আদালতে কর্মরত আরও ৪ নারী পুলিশ ও নাজিরপুর থানায় কর্মরত এক নারী পুলিশের মোবাইলে মেসেজ দিতো।
সোমবার আদালতের অফিস কক্ষে এক নারী পুলিশের এএসআইকে উত্ত্যক্ত করলে অন্য পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে নাজিরপুর থানায় পাঠানো হয়।
এ ব্যাপারে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, নারী পুলিশ কর্মকর্তাকে উত্ত্যক্তের ঘটনায় তাকে আটক করে নাজিরপুর থানায় পাঠানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ড দিয়ে কারাগারে পাঠায়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com