পিরোজপুর প্রতিনিধি ॥ তৃণমূলের নারীরাও নিজেদের বিভিন্ন ধরণের কর্মকান্ডে সম্পৃক্ত করে সমাজে পুরুষের মত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা ফুটিয়ে তোলার জন্য এক ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করেছে উন্নয়ন সংস্থা ব্র্যাক।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সাথে সংশ্লিষ্ট নারীরা তাদের আঁকা ছবি দিয়ে তৃণমূল নারীদের কর্মকান্ডের চিত্র ছবির মাধ্যমে তুলে ধরতে একটি ক্যানভাস তৈরি করে।
আজ বুধবার সকালে পিরোজপুর শিশু একাডেমীতে সংস্থাটি এ অনুষ্ঠানের আয়োজন করে সংস্থাটি।
এ সময় সেখানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মনিরা পারভীন।
ব্র্যাক এর জেলা সমন্বয়ক বিভঞ্জন বিশ^াস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাকির হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা এবং পিরোজপুর সদর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সুমি শিকদার।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com