পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরে কচা নদীর উপর নির্মানাধীন ৮ম বাংলাদেশ-চিন মৈত্রী সেতুর চায়না প্রকৌশলী লাওফা (৫৮) ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। লাওফাকে ছুরিকাঘাতের পর স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যপারে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আরএমও নিজামউদ্দিন জানান,তল পেটে ছুরিকাঘাত নিয়ে হাসপাতলে আনার পর ১০ মিনিটের মধ্যে নিহত হয়। নিহতের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরনের কারনে তার মৃত্যু হয়েছে।
ঘটনার পর পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন হাসপাতালে আসেন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, আমি যতদুর জানতে পেরেছি ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে।
এ ব্যপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরুল ইসলাম বাদল জানান, খবরটি জানার সাথে সাথে ঘটনা স্থল দিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com