পিরোজপুরের ভান্ডারিয়ায় ২০১৫ সালের একটি অপহরণ মামলায় আল আমীন (৪০) নামের এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত আল আমীন উপজেলার নয়াখালী মাটিভাঙ্গা গ্রামের শহীদ হাওলাদারের ছেলে।
আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ আদেশ দেন। আদালত আল আমীনকে আরও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১ মার্চ আল আমীন প্রতিবেশি এক গৃহবধুকে (২৮) কৌশলে অপহরণ করে। এ ঘটনায় একই বছর ৮ এপ্রিল ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে আল আমীন সহ ৬ জনকে আসামী করে ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে আল আমীনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষীদের সাক্ষ্য ও প্রমানাদি যাচাই শেষে আল আমীনকে এ সাজা প্রদান করেন। রায় ঘোষণার সময় আল আমীন আদালতে উপস্থিত ছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com