পিরোজপুরে কলেজছাত্রীর আত্মহত্যা, উত্ত্যক্তকারীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

লেখক:
প্রকাশ: ২ years ago

পিরোজপুরের ইন্দুরকানীতে বখাটেদের উৎপাতে শর্মিলা আকতার মীম নামে এক কলেজছাত্রীর ‘আত্মহত্যা’ করেছেন। এ ঘটনার একদিন পর কলেজছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত তানভীর ও তার বাবাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক বলেন, বখাটেদের উৎপাত সইতে না পেরে বৃহস্পতিবার সকালে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন কলেজছাত্রী মিম। এর একদিন পর শুক্রবার রাতে বাবা মূল অভিযুক্ত তানভীর আহম্মেদ ও তার বাবা স্কুলশিক্ষক মো. নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা করেছেন।

এনামুল হক জানান, বৃহস্পতিবার রাতে ময়নাতদন্তের পর মিমের মরদেহ ইন্দুরকানির পত্তাশি গ্রামে নিজ বাড়িতে দাফন করা হয়েছে। কলেজছাত্রী মিমের মা রুমা বেগম বলেন, ‘ওরা আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে।শুধু ফোনে হুমকি নয়, ব্ল্যাকমেইল করে তার চরিত্র হননের চেষ্টা করেছে। আমি আমার মেয়ের হত্যার প্ররোচনাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।’ ওসি এনামুল হক হানান, অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।