অনলাইন ডেস্ক// পিরোজপুরের ইন্দুরকানীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৩ দিন ধরে এক মাদরাসা ছাত্রী অনশন করছে বলে খবর পাওয়া গেছে। গত শনিবার সকাল ১০ টা দিকে সেউতিবাড়িয়া গ্রামের প্রেমিকের বাড়িতে গিয়ে তানিয়া আক্তার নামে ওই মাদরাসাছাত্রী অনশন শুরু করে।
আজ সোমবার (১০ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে জানা গেছে- উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা আ. রাজ্জাক এর অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রী তানিয়া আক্তারের সাথে সেউতিবাড়িয়া গ্রামের বাসিন্দা মাহামুদ বেপারীর ছেলে টাইলস মিস্ত্রি রাব্বি বেপারীর সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। তানিয়া ইন্দুরকানী এফ করিম আলীম মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী। এবার সে জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষা শেষ হওয়ার পর তানিয়া রাব্বি বেপারীকে বিয়ের জন্য চাপ দিলে নানা অজুহাতে তাকে ঘুরাতে থাকে। এক পর্যায়ে তানিয়া বিয়ের দাবিতে শনিবার সকালে রাব্বির বাড়িতে গিয়ে ওঠে। তবে ঐদিন থেকে রাব্বি বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে তানিয়া আক্তার জানান, আমাকে যতক্ষণ পর্যন্ত বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দেবে ততক্ষণ পর্যন্ত এই বাড়ি থেকে আমি নামব না।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com