পিরোজপুরে আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু

লেখক:
প্রকাশ: ৪ years ago

পিরোজপুর সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) মারা গেছেন। আজ শনিবার (২ মে) ভোরে মারা যাওয়া নারীর বাড়ি পিরোজপুর সদরে।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ওই নারীকে তার স্বজনেরা হাসপাতালে নিয়ে যান। তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। চিকিৎসকেরা করোনা ভাইরাসের উপসর্গ দেখে তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করেন।

 

আজ শনিবার (২ মে) ভোর সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান। দুপুরে পুলিশ পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় পৌর শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করেন।

 

পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন বলেন, হাসপাতালে ভর্তির পর ওই নারীর নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা ল্যাবে পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।