 
     পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং করায় রত্তন ব্যাপারী (৫০) নামে একজনকে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং করায় রত্তন ব্যাপারী (৫০) নামে একজনকে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জি এম সরফরাজ ভ্রাম্যমান আদালতে এ আদেশ দেন।
রত্তন উপজেলা দক্ষিন মিঠাখালী গ্রামের মৃত: ছাদের আলী ব্যাপারী এর ছেলে। মঠবাড়িয়া থানার এসআই জাকির হোসেন জানান, ১০ম শ্রেনীর ওই মাদ্রাসা ছাত্রীকে উক্তোত্ত করার অভিযোগে বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিন মিঠাখালী গ্রামে অভিযান চালিয়ে রত্তনকে আটক করে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার জি এম সরফরাজ এর ভ্রাম্যমান আদালতে হাজির করলে ইভটিজিং এর অভিযোগের স্বীকারোক্তির ভিত্তিতে রত্তনকে ১বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো.শওকাত আনোয়ার জানান, দন্ডপ্রাপ্ত আসামী রত্তন বিরোদ্ধে একাধিক ইভটিজিং এর অভিযোগ আছে।
তিনি আরো জানান নারী ও শিশু নির্যাতন মামলায় দীর্ঘ দিন হাজতবাস করে সম্প্রতি জামিনে এসে আবারও ওই মাদ্রাসা ছাত্রীকে উত্তক্ত করে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com