পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল থেকে যুবদল ও ছাত্রদলের দু‘জন নেতাকে গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ ।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে তাদের গ্রেফতার করা হয় ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন যুবদল নেতা রিয়াজুল ইসলাম (৩৭) ও ছাত্রদল নেতা আরিফ মল্লিক (২৮)।
উপজেলা যুবদলের সদস্য সচিব তাহসিন জামান রোমেল জানান, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে সন্ধ্যায় শহরের দক্ষিণ বন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ শেষে হাসপাতালের সামনে পথসভার সময় পুলিশ তাদের বাধা দেয়। পরে তাদরেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রিয়াজুল ইসলাম ও আরিফ মল্লিক নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। এজন্য তাদের গ্রেফতার করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com