“জয়ীতা আন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় তৃণমূলের বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের মো. হেমায়েত উদ্দিনের ৮ম শ্রেণিতে পড়–য়া গৃহবধু মোসাম্মৎ ফাতেমা বেগম তার ৬ সন্তানের মধ্যে বড় ছেলে আবুল হাসান বুয়েট
ইঞ্জিনিয়ার, নাজমুল হুদা মিঠু সহকারী ব্যবস্থাপক বিবিএস ক্যাবল, খালেদা নাসরিন সিনিয়র সহকারী সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, মো. বদরুল আলম বাংলাদেশ কৃষিব্যাংক কর্মকর্তা, ফকরুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজের মেডিকেল অফিসার (সহকারী পরিচালক স্বাস্থ্য) এবং সাজেদা আক্তার বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (স্বাস্থ্য) এই ছয় সন্তানকে সু-শিক্ষিত করায় সফল জননী হিসেবে সম্মাননা পান।
বেগম রোকেয়া দিবস উপলক্ষে পিরোজপুরে সোমবার বেলা ১২ টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথভাবে এ সভার আয়োজন করা হয়। এসময় “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় সমাজের সাথে লড়াই-সংগ্রামে সফল হওয়া ফাতেমা বেগমকে শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাৎ জাহান প্রমূখ। অডিটোরিয়ামে বিভিন্ন পেশার নারী ও স্কুল-কলেজের কয়েক’শ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com