পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের দাফন সম্পন্ন

লেখক:
প্রকাশ: ৪ years ago

পিরোজপুরের কাউখালী উপজেলার যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান (হাবিব কমান্ডার) (৮৫) বৃহস্পতিবার দুপুরের বার্ধক্যজনিত কারনে কেউন্দিয়া গ্রামে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি …….. রাজেউন)।

 

মৃত্যুকালে স্ত্রী ৯ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। ওই দিনই রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

 

এ সময় রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা উপস্থিত ছিলেন।

 

তার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন ও সদর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।